Editorial Board:-
Chief Functionary: Mrs. Nurani Islam
Editor: Mr. D. P. Banerjee
Advisor: Manas Kumar Thakur
Editorial Committee:
- Ashiya Sheikh
- Mehnaaz Parveen
- Asit Dutta
Messages from Chief Functionary…..
আমাদের প্রথম ই- ম্যাগাজিন’ ঊষা গত মাসে প্রকাশ পেয়েছে আর এই মাসে প্রকাশ পেতে চলেছে ,আমারা কেনো এই পদক্ষেপ নিয়েছি তা আগের প্রকাশে আলোচনা করা হয়েছে,
এ কথা সত্যি যে সরকারি বা বেসকারি উদ্যোগ কে সর্ব হিত ও ব্যবস্থাপনায় আনার জন্য এখনো সেই ভাবে পরিলক্ষিত হয়নি।তাইএই ই-ম্যাগাজিন’ঊষার মাধ্যোমে সর্ব স্তরের মানুসের কাছে পৌঁছানই আমাদের লক্ষ।
আমি এবং আমার সতির্থরা দীর্ঘ ২৭ বৎসর কাজের অভিজ্ঞতায় দেখতে পেয়েছি যে সমাজের বহু গন্য মান্য ব্যক্তি সামাজিক এবং অর্থনৈতিক উন্নিতি কল্পে কিছু করার মত ইছে প্রকাশ করে কিন্তু ঠিক মতো প্ল্যাটফর্ম না পাওয়ার জন্য নিজেদের কে গুটিয়ে রাখে ।আবার অন্যদিকে বহু অবহেলিত দরিদ্র অসহায় মানুষ বর্গকে দেখতে পাওয়া যায়, জানারা কোন রকম সরকারি বা বেসকারি সুজোগ সুবিধার অভাবে সমাজের অবহেলিত বর্গ রুপে জীবন টা কাটিয়ে দেয়।
তাই এই ই- ম্যাগাজিন’ ঊষা সর্ব স্তরের মানুষের কাছে একটি অঙ্গআঙ্গিক ভুমিকা পালন করবে।।সেটাই চিফএডিটর এবং ওনার টিমের কাছে অনুরোধ রহইল।
ধন্যবাদ
নুরানি ইসলাম
চিফ ফাংশানারী এ্যান্ড ফাউন্ডার, আটঘরা জ্যোতি মহিলা উদ্যোগ।
From the Desk of the Editor…..
D. P.Banerjee
Editor in Chief- USHA e-bulletin
Consultant in-AJMU
Greetings!!!
To begin with my penning in editorial column of USHA-our in-house herald (e-bulletin,2nd issue),let me keep on record on overwhelmed response from all corners at the platform of our celebration of National Youth Day(12-01-2020).Indeed it was an awesome in all respect with full support and involvement from our mentors, employees, SHG members and Well wishers of course. I may advise our editorial board members to upload a set of snapshots in this incoming issue for quick glimpses of our Readers and Viewers.
What was more sparkling at said function is to highlight that a RESOLUTION was taken up wholeheartedly by our ‘Team AJMU’ in terms of futuristic Vision of ‘Our NGO -in 2022’. We have committed to ourselves to emerge as one of the Top 5 NGOs in all sphere of measuring our best in efforts or endeavours.
From this issue and onwards we have incorporated two separate pages on Heath Care/ Awareness and a gist on Unsung Celebrities of our country.
Let us stay Focused in said direction till our ‘Goal is Achieved’. Honestly we are to cross many hurdles and potholes on our activities but our own commitment till accomplishment must over all these obstacles on the way. Let’s work for and work on a solo mission to ‘Rise up @Top as NGO of the Nation’
What else can be the Icon of Excellence than to stand to our own commitment & to Stay Focused by one and all of Team AJMU. What else can be the Icon of Excellence than to stand to our commitment & to Stay Focused by one and all of Team AJMU
With Best Wishes,
D. P Banerjee
গ্রামীন জীবিকা মিশন-স্বনির্ভর গোষ্টী এবং তাদের কার্যকলাপ
-দোলা কর্মকার
কষ্টঅ্যাকাউন্টেট
1.1. পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন (West Bengal State Rural Livelihoods Mission)দরিদ্র গ্রামবাসীদের নিশ্চিত আয়ের সুযোগ দেওয়ার উদ্দেশ্য 1999 সালের ১লা এপ্রিল ভারত সরকার স্বর্ণজয়ন্তী গ্রাম স্ব-রোজগার যোজনা (Swarnajayanti Gram Swarojgar Yojana/SGSY) চালু করে।
SGSY এর মুল উদ্দেশ্য ছিল স্ব-নির্ভর দল তৈরি করে কর্ম সংস্থানের সুযোগ করে দেওয়া। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ব্লক SGSY কমিটি গঠন করা হয় । নাবার্ড (NABARD) ও অন্যান্য ব্যাংক এবং পঞ্চায়েত প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে কোন গ্রাম কোন ধরনের কাজের সম্ভাবনা আছে, তা যাচাই করে স্ব-নির্ভর দল তৈরি করার সহায়তা করেছে।
সহায়তাকারীরা প্রজেক্ট রিপর্ট তৈরির সময় প্রশিক্ষণ, ঋণ প্রযুক্তি পরিকাঠামো ও বাজার সক্রান্ত বিষয় গুলি আলোচনা করেই দল তৈরি করার পরামর্শ দিয়েছে।
দলগুলি কি ধরণের কার্যে নিয়োজিত হবে তার জন্য ক্লাস্টার বা সঙ্ঘ (Cluster) তৈরি করা হইয়েছিল।প্রতিটি সংঘের অধীন একই ধরনের কাজে নিযুক্ত গোষ্টীগুলি একত্রিত করে তাদের নানাবিধ সমস্যা ও সুযোগসুবিধা বিষয়গুলি গুরুত্ব সহকারে তদারকি করা হয়।
পূর্ববর্তী SGSY এর অনুকরণে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (National Rural Livelihoods Mission) হল দরিদ্র পরিবারের সদস্যদের সংগঠিত করে স্ব-নির্ভর দলের মাধ্যমে দারিদ্রদুরিকরনের একটি কর্মসুচি। এই মিশনের মূল উদ্দেশ্য হল স্ব-নির্ভর দল তৈরি করা,শক্তিশালী করা,তাদের মধ্যে যোগাযোগ গড়ে তোলা। কর্মদক্ষতা, আর্থিক সং যোযন,ঋণের সুযোগ তৈরি,দক্ষতার উন্নয়ন এবং একই সাথে বাজারের ব্যবস্থা করা।
এই কর্মসুচির পরবর্তীতে নামকরণ হয় আজীবিকা(Aajeevika) এবং পশ্চিমবঙ্গে এর নাম হয় আনন্দধারা(Anandadhara) 2012 সালের 17 মে মাননীয় মূখ্যমন্ত্রী এই কর্মসুচীর উদ্বোধন করেন।
West Bengal Societies Registration Act 1860 অনুযায়ী পশ্চীমবঙ্গ পঞ্চায়েত ও গ্রামীন উন্নয়ন বিভাগের অধীনে পশ্চীমবঙ্গ রাজ্য গ্রামীন জীবিকা মিশন (West Bengal State Rural Livelihoods Mission)তৈরি হইয়েছে।
1.2. আনন্দধারা কেন?(Why Anandadhara?)
- সার্ব্বজনীন সামাজিক প্রবাহ/(Universal Social Mobilisation)
- দরিদ্রদের জন্য প্রতিষ্টান তৈরি/(Promotion of Institution of poor)
- সক্ষমতা তৈরি ও প্রশিক্ষণ /Capacity Building and Training )
- আবর্তনযোগ্য ফান্ড ও মূলধনসহায়তা/(Revolving Fund and Capital Subsidy)
- সুদের হারের ছাড়ের ব্যবস্থা/(Provision of Interest rate Subsidy)
- পরিকাঠামো তৈরি ও বাজারের সহায়তা/(InfrastructureCreation and Market Support)
- দক্ষতা ও কর্মসংস্থান প্রকল্প/(Skills and Placement Projects)
- 8. গ্রামীন স্বনির্ভর প্রশিক্ষণ প্রতিষ্টান/ (Rural Self Employment Training Institutes /RSETI)
- 9. অভিসরণ ও অংশীদারীত্ব /(Convergence and Partnerships)
আনন্দধারা কর্মসুচীগুলো অন্যান্য সরকারী উন্নয়নমুলক কর্মসুচীর সাথে কোথাও কোথাও যৌথভাবে আবার অনেক ক্ষেএে মিলিতভাবে কাজ করেছে।
যেমন : – -গণবন্টন ব্যবস্থা ( Public Distribution System )
-জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিয়তা কর্মসুচী (Natural Rural Employment Garrantee Scheme)
-সামাজিক সুরক্ষা (Social Security)
-শিক্ষার অধিকার (Right to Education)
-জীবন যাত্রার মানের উন্নয় স্বাস্থ্য, পুষ্টি, পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ।
-সক্ষমতার বৃদ্ধি – প্রাথমিক শিক্ষা, কারি গরী শিক্ষা,ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন।
-দক্ষতা উন্নয়ন
-বাজার ও হাট
1.3. স্বনির্ভর দলের সম্পর্কে ধারণা (Concept of Self Help Group/SHG )
স্বনির্ভর দলের মূল মন্ত্র হলোঃ
-নিজের সাহায্যই বড় সাহায্য (Self Help Is The Best Help ).
-একতাই শক্তি (Unity is strength)
-একত্রিত হলে দাঁড়ানো যায় অন্যথায় বিভাজনে পতন হয়। (United we stand , divided we fall )
স্বনির্ভর দলের সুচনাও উপরোক্ত উক্তি গুলির মধ্যে দিয়ে
স্বনির্ভর দল তৈরি করতে সহায়তা করেছেন এনজিওর (NGO) প্রতিনিধি, ব্যাংকের প্রতিনিধি,সরকারি কর্মী বা পঞ্চায়েতের সদস্যরা।
একই এলাকায় বসবাসকারী একই ধরনের জীবন যাত্রায় অভ্যস্থ সমভাবাপন্ন ও সমমনস্ক ১০-২০ জন মহিলারা নিজের আয় উপার্যনের জন্য যে দল তৈরি করেন তা-ই হল স্বনির্ভর দল।স্বনির্ভর দলের বৈশিষ্ট্য (Features of SHG) হল-
- এদের বেশিরভাগ সদস্যরা মহিলা।
- সদস্যদের একই মনভাবাপন্ন ও সমমনস্ক।
- সদস্যদের আয় উপার্যনের ক্ষমতা খুবই কম।
- সদস্যদের বেশিরভাগই দারিদ্র্যসীমার নিচে অথবা দরিদ্র পরিবারের।
- এরা আয় উপার্জনের জন্য ক্ষু্দ্র ব্যবসায় নিয়োজিত।
- সদস্যদের মধ্যে সঞ্চয়ের মনোভাব থাকবে।
একই গ্রামে বা এলাকায়ল ১৫ থেকে ২০ টি -স্বনির্ভর দল নিয়ে একটি ক্লাস্টার (Cluster ) বা গ্রাম সংগঠন
(village Organisation )গঠিত হয়। প্রতিটি স্বনির্ভর এক আথবা দুই জন প্রতিনিধি ক্লাস্টারের সদস্য হন।
একই ধরনের কাজের সাথে যুক্ত কয়েকটি ক্লাস্টার নিয়ে একটি স্বনির্ভর দল বা ফেডারেশন (SHG Federation) তৈরি হয়।
স্বনির্ভর দল ক্ষুদ্র পল্লী বা পাড়া |
উপ- সঙ্ঘ বা সাব – ক্লাস্টার গ্রাম সংসদ স্তর। |
সঙ্ঘ বা ক্লাস্টার গ্রাম পঞ্চায়েত স্তর |
ফেডারেশন বা ব্লক স্তর। |
1.4 স্বনির্ভর দলের কার্যাবলী (Functions of SHGs )
- সঞ্চয় (Savings):
(i) প্রত্যেক সদস অল্প হলেও নিয়মিত সঞ্চয় করবেন ।
(ii)স্বনির্ভর দলের নিয়ম হলো আগে সঞ্চয় পরে ধার (Savings Fast—Credit Later)
(iii) দলের সদস্যরা ধীরে ধীরে জানতে পারবেন ও বুঝতে পারবেন কিভাবে সঞ্চেয়ের মাধ্যমের সংগৃহীত নগগ অর্থ ব্যবহার করতে পারেন।
- অভ্যান্তরীন ঋণপ্রদান (Internal Lending):
(i) সংগৃহীত সঞ্চয় সদস্যরা ঋণ হিসাবে ব্যবহার করতে পারেন।
(ii) একজন সদস্যরা ঋণের উদ্দেশ,পরিমান,সুদের হার ইত্যাদি দল স্থির করবে।
(iii) দলের নামে একটি সেভিংস ব্যাংক একাউন্ট কোনো রাষ্টয়ত্ব ব্যাংক অথবা আঞ্চলিক গ্রামীণ ব্যাংকে খুলতে হবে।
(iv) পরবর্তী সদস্যরা ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন এবং শোধ করবেন।
- সমস্যা সম্পর্কে আলোচনা (Discussing Problems)
প্রতিটি সভাতে দলের সদস্যরা তাদের সমস্যা ও কার্য পদ্ধতি নিয়ে আলোচনা করবেন এবং সমাধান খোঁজার চেষ্টা
করবেন এবং তা সভার কার্যবিবরনিতে লিপিবদ্ধ করবেন।
1.5 স্বনির্ভর দলের ব্যবস্থাপনা (Management of SHG )
দলের সদস্যদের মধ্যে সভা করে সদস্যারা একজন নেতা বা নেত্রী ( leader ) নির্বাচন করেন। সদস্যরা তাদের কাজকর্ম ও দায়িত্ব সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমের ও ওয়াকিবহাল হন।
দলের পরিভালমা সংক্রান্ত মূল দুটি বিষইয় হল –
- 1. যথাযথ ভাবে হিসাব রক্ষণ (Book Keeping)করা।
- সভার (Meeting) আহ্বান ও আয়োজন করা।
দলের প্রত্যক সদস্যদের প্রশিক্ষণ পঞ্চায়েত বা ব্লক স্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিরা ও বিশেষ প্রশিক্ষকেরা দিয়ে থাকেন।
প্রশিক্ষণের অন্তর্গত বিষয় সমুহ হল –
- সাধারন গনিত সম্পর্কে ধারণা (Basic Mathematics) ।
- 2. বিভিন্ন ধরনের বই, রেজিষ্টার লেখার পদ্ধতি।
- 3. মিটিং এর দিন ক্ষণ ঠিক করা।
- 4. সামাজিক বিভিন্ন বিষয়ে যেমন নারীর ক্ষমতায়ন সম্যক ধারনা সচেতন করা।
- 5. দলের থেকে টাকা ধার নেওয়া,দেওয়া এবং তার পরিশোধের পদ্ধতি সম্পর্কে ওয়াকিবহাল করানো।
1.6. স্বনির্ভর দলের হিসাব রক্ষণ (Book Keeping of Self Help Groups)
স্বনির্ভর দলের বিশেষ কাজ হল সদস্যরা সঞ্চয় করবেন,ঋণ নেবেন,পরিশোধ করবেন তার যথাযথ হিসাব লিপিবদ্ধ করা। দলের সদস্যদের মধ্যে থেকে কেঊ এই দায়িত্ব নিয়ে থাকেন।যদি কোন সদস্য এই কাজ করতে না পারেন তাহলে দল অন্য কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারে।
স্বনির্ভর দল পাঁচটি সুত্রের ঊপর ভিত্তি করে তৈরি হয়েছে।
- নিয়মিত সভা (Regular Meeting)
- নিয়মিত সঞ্চয় ও জমা (Regular Savings and Deposits)
- নিয়মিত সদস্যদের মধ্যে ঋণ প্রদান (Regular inter-lending amongst the members)
- নিয়মিত ঋণের টাকা ফেরত (Regular in time repayment of loan)
- নিয়মিত দলের রেজিস্টার ও হিসাব রক্ষণাবেক্ষণ (Regular maintenance of Register and Accounts)
এই পঞ্চসুত্রের উপর ভিত্তি করে স্ব-নির্ভর দল, সংঘ এবং মহাসংঘ নিম্নলিখিত বই গুলি রক্ষণাবেক্ষণ করে।
- হাজিরা এবং সভার বই/সদস্যদের ঋণ (Attendance and Meeting Book/Register of Members.)
- সঞ্চেয়ের রেজিষ্টার (Savings Register)
- সদস্যদের ঋণ বা লোন রেজিস্টার (Members’ Loan Register)
- নগদ বই বা ক্যাশ বই (Cash Book)
- সাধারন খতিয়ান (General Ledger)
- জমা ও খরচের হিসাব (Receipts and Payment Account)
- আয় ও ব্যয়ের হিসাব (Income and Expenditure Account)
- উদ্বর্ত পত্র (Balance Sheet)
- ব্যংক পাশ বই (Bank pass Book)
- স্বনির্ভর দলের তথ্য সম্বলিত রেজিষ্টার (SHGs information Register)
- স্টক রেজিষ্টার (Stock Register)
- সদস্যদের হ্যান্ড বই (পাশ বই) যার মধ্যে সদস্যদের ঋণ ও সঞ্চয় থাকে (Members Hand Book /passbook containing information of saving and lone.
এই বিষয়গুলি সম্পর্কে নিচে সংক্ষেপে আলোচনা করা হলো।
- উপস্থিত এবং মিটিং বই / সদস্যের বই (Attendance and Meeting Book/Book of Members)
প্রতিটি সভার কার্য বিবরণী দলের নিয়ম কানুন সদস্যদের নাম এই বইয়ে লিপিবদ্ধ হয়। তাদের কার্য কালের শুরু থেকেই প্রতিটি স্বনির্ভর দলে এই মিটিং রেজিষ্টার /সদস্যের বই থাকা উচিত।
উপস্থিত এবং মিটিং রেজিষ্টার / সদস্যের বই এর প্রধান বৈশিষ্ট্য (Main Features of Attendance and meeting Register/ Book of Members) :
# প্রতিটি মিটিং তাদের ক্রমিক নম্বর আনুসারে লিখিত হয়।
# মিটিং শেষে, প্রতিটি মুখ্য বিষয় পরিস্কার ভাবে লিপিবদ্ধ করা হয় এবং তা প্রত্যেকের সামনে ঊচ্চকন্ঠে পড়া হয়। যদি কোন সভ্য তা শোনার পর কোন মত দেন তাহলে তা লিখে রাখা ঊচিত।
# মিটিং রাজিষ্টার দলের প্রাণকেন্দ্র, সমস্ত সিদ্ধান্ত এই রেজিস্টারে লেখা হয়। অতীতে নেওয়া সিদ্ধান্তগুলি কার্যকরী করার জন্য ব্যবস্থা গ্রহন করা
হয়।এই মিটিং রেজিস্টরে লিখিত রেকর্ড অনুসারে হিসাব বই নিয়ন্ত্রণ করা হয়।
- সঞ্চয় রেজিষ্টার(Savings Register) :- সদস্যদের অনুদান জমা সংক্রান্ত তথ্য সংগ্রহ করার জন্য সঞ্চয় রেজিষ্টার বজায় রাখা খুব গুরুত্ব পুর্ণ। সাধারনত সঞ্চয়ের অর্থ ফেরতযোগ্য।তাই কোন সদস্য কত অর্থ সঞ্চয় করেছে তা জানা প্রয়োজন।
- লোন রাজিষ্টার (Loan Register) :- সদস্যদের এবং দলের সঞ্চয় আলাদাভাবে এই রেজিষ্টার লেখা হয়। দলের প্রতি সদস্যের নাম, ঠিকানা, ঋণের পরিমান, সুদের হার, কতগুলি কিস্তিতে পরিশোধ হবে তার সংখ্যা, ঋণের উদ্দেশ্য, কত পরিমান ঋণ দেওয়া হয়েছে এবং কত পরিমাণ পরিশোধ হয়েছে তার বিবরণ থাকে।
- নগদ বা নগদান বই (Cash Book) :- দলের যাবতীয় নগদ আয় ও ব্যয়ের এবং জমার পুংখানুপুঙ্খ নগদ বইতে লেখা হ্য়। নগদ বা ক্যাশ বইতে নগদ ও ব্যাংকের আলাদা করে লেখার ব্যবস্থা খাকা। প্রতিদিনের শেষে সচিব বা সেক্রেটারি এবং ক্যাশিয়াররা নগদ ও ব্যাংক মিলিয়ে নেবেন।
- সাধারণ খতিয়ান (General Ledger) : – ক্যাশ বইতে যাবতীয় নগদ জমা ও খরচের লিপিবদ্ধ হয় । কিন্তু খতিয়ানে প্রতিটা হিসাবের অর্থাৎ’ আলাদা হিসাবখাত অনুযায়ী লেনদেন লিপিবদ্ধ হয়।
- জমা ও খরচের হিসাব (Receipts and payments Account ) : দলের বা মহাসংঘের যাবতীয় নগদ জমা ও খরচের হিসাব এই হিসাব খাতে লিপিবদ্ধ হয়।
- আয় ব্যয়ের হিসাব (Income and Expenditure Account ) :- দলের বা সঙ্ঘের একটি আর্থিক বছরে যাবতীয় উৎস থেকে আয় ও বিভিন্ন খাতে ব্যয়ের হিসাব এই হিসাবের খাতে লেখা হয়।এক্ষেত্রে আয় বা ব্যয়ের নগদে সংঘটিত না হলেও লিখতে হয়।
- উদ্বর্তপত্র (Balance Sheet) : – যে কোন প্রতিষ্টানের সম্পত্তি ও দায় উদ্বর্তপত্রের মাধ্যমে প্রকাশিত হয়। একই রকমভাবে স্বনির্ভর দলের সম্পত্তি ও দায় উদ্বর্তপত্রে লিখতে হবে।
- ব্যাঙ্কের পাস বই/চেক বই (Bank Pass Book /Cheque Book) ব্যংকের সাথে লেন দেন করার জন্য পাস বই/চেক বই প্রয়োজন।
- স্বনির্ভর দলের তথ্য সম্বলিত রেজিষ্টার (SHG’s Information Register) স্বনির্ভর দলের সদস্যদের যাবতীয় তথ্য যেমন-নাম, ঠিকানা, আয়ের উৎস, সম্পত্তি পরিমাণ, দলের যোগদানের তারিখ শিক্ষয়াগত যোগ্যতা এই রেজিষ্টার লিপিবদ্ধ হয়।
- মজুত রেজিষ্টার (Stock Register) সমস্ত উপভোগ্য দ্রব্যাদি যখন গ্রহণ বা ক্রয় করা হয় অথবা প্রদান করা হয় তা তক্ষণাৎ মজুদ রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয় যাতে করে তাদের অপব্যবহার বন্ধ করা যায়।
- সদস্যদের পাশ বই (Member’s Pass Book) : -সদস্যদের পাশ বইতে সঞ্চয় সক্রান্ত বিষয় লিপিবদ্ধহয়।
1.7 স্বনির্ভর দলের ব্যংকের সঙ্গে সংযোগ (Linking of SHGs to Bank)
- সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলা । (Opening of Savings Bank Account) স্বনির্ভর দলে তৈরি এবং নিবন্ধন হওয়ার পর একটি অথবা দুটি সভা থেকে সংগৃহীত সঞ্চয় নিয়ে একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়।
ভারতিয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India ) এর নির্দেশ অনুসারে সমস্ত বাণিজ্যিক ব্যাংক অয়াঞ্চলিক গ্রামীণ ব্যাংকে দল নিবন্ধন হোক বা না হোক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে,
ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মাবলী ঃ –
- সেভিংস ব্যাংক খোলা সংক্রান্ত দলের সভায় গৃহীত সিদ্ধান্ত সকল সদস্যদের স্বাক্ষরসহ জমা দিতে হবে,
- দলের সদস্যরা তিনজনকে ব্যাংকের কার্যাবলী সম্পন্ন করার জন্য দায়িত্ব দেবেন। তাদের মধ্যে যেকোন দুজন যৌথভাবে ব্যাংকের লেনদেন সংক্রান্ত কাজ করবেন।
- প্রতিটি দলের পরিচালনার জন্য লিখিত নিজস্ব নিয়মকানুন (Rules and Regulations)থাকবে ।ব্যংক অ্যাকাউন্ট খোলার সময় সেটি দিতে হবে।
- সেভিংস ব্যাংক কেবলমাত্র স্বনির্ভর দলের নামে হবে।কোন সদস্যদের নামে ব্যংক অ্যাকাউন্ট খোলা যাবে না।
- স্বনির্ভর দলের অভ্যন্তরীণ ঋণদানের পদ্ধতি (Conduct of Internal Lending by the SHG )
- সদস্যদের ন্যূনতম ২ থেকে ৩ মাসের জমা সাধারণ সঞ্চয় ফান্ড সদস্যদের মধ্যে ঋণ দেওয়া যাবে।
- সদস্যরা সভা করে ঋণ দেওয়ার পরিমান, সুদের হার ইত্যাদি বিষয় সিদ্ধান্ত নেবেন।
- স্বনির্ভর দলের সদস্যদের জন্য সহজ সেভিংস অ্যাকাউন্ট ও ঋণের হিসাবের বই তৈরি করবেন।
- স্বনির্ভর দলের পর্যালোচনা (Assessment of SHGs)
স্বনির্ভর দলের পর্যালোচনার সময় নিম্নলিখিত বিবেচনা করতে হয়।
- সদস্যদের ধরণ অর্থাৎ তাদের পারিবারিক অবস্থান।
- সদস্যারা প্রতিমাসে কত গুলি করে সভার আয়োজন করছেন।
- সদস্যদের সভায় সদস্যদের উপস্থিতির হার।
- সদস্যদের দল পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ ।
- সদস্যদের মধ্যে সঞ্চয় সংগ্রহ ।
- অভ্যন্তরীণ ঋণের সুদের হার ।
- দল কিভাবে সঞ্চয় ব্যভার করবে তার নিয়মকানুন।
- ঋণ আদায় ।
- সদস্যদের দলের নিয়মকানুন সম্পর্কে ধ্যান ধারণা।
- শিক্ষাগত যোগতা।
- সরকারি কার্যসুচী।
- দলের যাবতীয় বইপত্র সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ ।
- দলের ঋণ প্রদানের শর্ত(Sanction of Credit Facility to the SHG)
- ব্যংক কেবল মাত্র স্বনির্ভর দলের নামে ঋণ প্রদান করবে।
- প্রদত্ত ঋণের পরিমাণ জমাকৃত সঞ্চ্যের ১ থেকে ৪ গুন পর্যন্ত হতেপারে।
- ঋণ প্রদানের ক্ষেত্রে দলের ঋণ নেওয়ার উদ্দেশ্য উল্লেখ করবে।
- ব্যাংকের ঋণ পরিশোধের দায়িত্ব সবর্ব্দা দলের উপর বর্তায়
1.8. স্বনির্ভর দল সংক্রান্ত প্রশ্নাবলী (Questions and answers in connection with SHG )
প্রশ্ন | উত্তর |
1. স্বনির্ভর দল সম্পর্কে সিদ্ধান্ত কে নেবেন? | সমস্ত সদস্যরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। |
2. দল থেকে কে সুবিধা পাবেন? | দলের সমস্থ সদস্যরা সুবিধা পাবেন।
|
3. কে বা কারা কাজ করবেন ? |
সদস্যরা তাদের কাজের দায়িত্ব ভাগ করে নেবেন। |
4. কি ভাবে তাদের কাজের বণ্টন হবে?
|
আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে সদস্যরা দায়িত্ব গ্রহণ করবেন। |
“ইতি–কথা”
হৃদয় টি ছিলো মোর, গোলাপের নরম পাঁপড়ির মতো।
১৪ পেরুতে না পেরুতে পড়ল পায়ে মোর শিকল।
কৈশর তখন মোর বিকশিত কিশলয়।
বিদ্যালয়ের দরজা দৃঢ় কন্ঠে আওয়াজ দেয়,
“এসো, কিশরী এসো, বিদ্যালয় তোমার অপেক্ষায়”।
কিশরী ভয় ও ভীরুতায় আওয়াজ দেয়।
সমাজের কুলাঙ্গারের শিকারের ভয় হয়।
ঐ বুঝি তাদের কালি মাখা হাত আমার নিশানায়।
কন্ঠ রুদ্র হয়ে এলো, খেলা বাটি কোথায় হারিয়ে গেল।
হেথায় হোথায় খুজি, খুজে নাহি পাই।
দগ্ধ বিদীর্ন হৃদয়ে বিষন্নতার সুর সাজে।
এক দিন ঘরের গেটে, নহবত সানাই এর সুর বাজে।
কালো রঙের ট্যাক্সিতে এলো মোর সাহজাদা,
সাহজাদার সঙ্গে মাটির লরি বোঝাই বরুতি।
হৃদয় বড় ক্ষুণ্ণ হয়ে ছিলো, সেই সন্ধিক্ষণে ।
শেষে কিনা, ঠিকানা হলো মোর নামহীন এক
চার দিক বন্ধ করা অন্ধকার প্রাচীরে।
সঁপে দিলাম হৃদয় মোর আল্লার উপরে।
আমি নিরুপায়,সামলাতে পাঁপড়ি গোলাপের।
ঘুম ভাঙার পর ,অবাক আমি, একি চমৎকার।
মোর হৃদয় গোলাপের ডালে আরো দুটি গোলাপ!
কচিঁ গোলাপ বিরাজিত হয়ে খিলখিলিয়ে ভুবন মাতায়।
ক্ষণেকের তরে নজর আড়াল করে, হৃদয় মোর ডানা মেলে
পৌছে যায় ১৯৯২ এর রূপকার যুগান্তরে।
সব দিক তখন রেঁনেসার আলোড়ণ, এপার অপার বাংলায়।
আমার অজান্তে কতো কিছু ঘটে যায়।
তাতে আমার কি বা, আসে যায়।
আমার নিশানা তখন মোর সংসার।
যেখানে বিকশিত মোর অংঙ্কুরিত ভবিষ্যত।
অথই জলাশয় সাঁতরে কুল নাহি পায়।
কি জানি কি হবে মোর, ভবিষতের উপায়।
স্বামী মোর ইন্টারভিউ এর পর চাকরী নাহি পায়।
হঠাৎ করে মোর, মনে উদয় হয়।
Have to do something. But?
কি করি তা ভেবে নাহি পাই, হায় হায় ।
অংঙ্কুরিত গোলাপের কি হবে উপায়।
গর্ভধারিনী মোর, খেলার ছলে শিখিয়েছিল সেলাই।
সেই সেলাই কে হাতিয়ার করে ।
ঝাঁপ দিলাম অজানা অথই জলপথে।
যেমন করে Job Charnock, Kolkata করল discover.
‘আটঘরা জ্যোতি মহিলা উদ্যোগ’- মোর আবিস্কার ।
এটাকেই কি বলে Entrepreneur?
_ নুরানি ইসলাম,
চিফ ফাংশানারী এ্যান্ড ফাউন্ডার, আটঘরা জ্যোতি মহিলা উদ্যোগ।
AUDIT
-Kaushik Bhattacharya
(Internal Auditor of Atghara Jyoti Mohila Udyog)
- What is an Audit
The term audit usually refers to a financial statement audit. A Financial Audit is an objective examination and evaluation of the financial statement of an organization to make sure that the financial records are a fair and accurate representation of the transactions they claim to represent.
- Type of Audit
There are three main types of Audit. External Audits, Internal Audits, and Internal Revenue Services (IRS) Audits.
- Objectives of Auditing
There are two main objectives of Auditing. The Primary Objectives and the Secondary Objectives.
- Primary Objectives :- The primary objective of the Auditor is to report to the owners whether the balance sheet gives a true and fair view of the company’s state of affairs and the profit & loss A/C gives a correct figure of profit & loss for the financial year.
- Secondary Objectives:- It is also called the incidental objective as it is incidental to the satisfaction of the main objective. The incidental objective of auditing are
- A) Detention and prevention of Frauds and
- B) Detention and prevention of Errors
- Why you want to be a Auditor
To Scrutinize that work done was properly or not according to prescribed rules and regulations. To avoid discrepancies while doing work.
- What are Auditing Skills
Self motivation, Determination and Confidence
সমাচার
শুনেছো ?
আজমু নাকি করছে অনেক কিছু দান।
চলো যাই সেখানে ,বাঁচবে সবার মান।
সবে মিলে করবো মোরা কাজ।
থাকবে নাকো মোদের কোন লাজ।
আজমু মোদের দিয়েছে নতুন দিশা ।
আর ঘরে নয় ,চল এগিয়ে যাই সেথা।
পাবোই মোরা,মোদের যোগ্য পেশা।
এই সংগঠনে সর্ব প্রথম আছে যাদের দান।
মানব সমাজ দিয়েছে তাদের মহা সন্মান ।
যা কিছু লিখলাম, তা আমার অনুভব ।
শফথ করি আজমুর কাছে ।
আমরাও আছি আজমুর পাশে।
লড়বো গড়বো যতই বাধা আসুক।
সেলাই প্রশিক্ষণ কে পৌঁছাব জনে জনে।
এখানেই শেষ নয়, জীবিকাও দেবো তার সনে।
পরখ করো! প্রস্তুত আছি,আজমুর উদ্দানে ।
ফোন করে প্রমান কর এই নম্বরে।
তোমরাও আছো আজমুর পাশে
— সুব্রত রায়।
প্রোডাকশান ইনচার্জ।
আটঘরা জ্যোতি মহিলা উদ্যোগ।
ACCOUNTING
–By Harshita Das
Importance of accounting has a great effect in our daily lives. It helps us to lead a life of discipline and using the money judiciously. It helps us keep a track of our income, expenditure, savings etc.
- Accounting
Accounting is a systematic process of identifying, recording, measuring, classifying, verifying, summarizing, interpreting and communicating financial information. It reveals profit or loss for a given period and the value and nature of firm assets, liabilities and owner’s equity.
- Importance Of Accounting
It plays a vital role in running a business because it helps us track income and expenditure. It also plays a role of making the business legal, and provide investors management and government with quantitative financial information which can be used in making business decision.
Accounting plays an important role for everyone who earns. It gives them an idea about their income their spending and the amount at the end that they can save for future use. The under privileged women who have started becoming independent by earning for them this accounting is very important. By this they’ll be able to keep track of the money they are received as loan from the self-help group and the money they are earning by doing any sort of business and it will help them keep a track of the money they are earning their expenditure their savings as well as the amount of they have to give back to the group.
- Budget
A budget is an account of the money to be spent on a project, or by a person or organization in a time period. It usually lists the various things that are to be done, and how much to spend on each. It may also list estimated revenues.
- Budgeting Important
Budgeting allows us to create spending plan for our money, it ensures that we will always have enough money for the things we need and the things that are important to us. Following a budget or spending plan we can keep ourselves from debt and also can help us work our way out of debt if we are currently in debt.
Budget is a very important concept in everyone’s life. Even a child who gets pocket money thinks about spending a certain sum and saving the rest for later use. Budget is not only necessary for a country or in a house but in everyone’s life. Without budget we cannot keep track of our money at all. We’ll not be able to see in any profit or know our wrong expenditure if we don’t have a budget plan
- Importance Of Accounting For Micro Entrepreneur And Enterprise:-
- Helps in evaluating the performance of business –
- Helps in filing financial statements with regulators, filing of tax returns.
- The accounting system provides a number of qualitative and quantitative customized reports which are required in day to day business activities.
Considering the fact that the computers and smartphones have consumed most of our daily live activities i.e., maintaining records of business, calculating amount of stock we need the money we have to spend on getting these stocks etc.
Using computers or learning computers can be a great asset for people in the upcoming years. I will grant access to the people of all classes bringing the social gap between the rich and poor becoming narrower.
For underprivileged women’s who have just start working it might become difficult for them to manage their business flawlessly that’s where computers that is learning Ms office applications can help
build them a better business be it any kind of business from selling stationary products, tailoring business, even selling vegetables etc. learning Ms or micro soft word, micro soft excel can be of great use. They can easily maintain their business record for example if someone has a tailoring business, they can use both Ms word and Ms excel for maintain the measurements of the customers, it can be used to keep a tab how much threads to be ordered or needles needed. One can even use it to calculate the amount spent on purchasing these materials, instead of calculating big figures manually where there is a chance of making mistakes or not calculating or missing some values computers can make the job easier by using excel one can easily use operations like addition subtraction, multiplication and division. Keeping a tab on business capital invested and profit or loss occurred can be easily checked and makes it easier to understand where the loss was incurred. There’s a lot more that one can do using computers. It opens up a vast door or opportunities. Women’s who are doing so much to be dependent can develop these skills as well.
They can enrol in computer centres which are a major option for learning. If going to a computer centre isn’t possible a Smartphone is something, we all use and now a day’s Smartphones have features like word excel etc one can just learn it from there. A lot of time NGO’s provide education on computer learning. In this tech savvy world manuality is becoming obsolete basic knowledge of computers is becoming a survival set.
Having a knowledge about computers these women’s who are already doing wonders by going against a stereotypical mind and doing everything possible to become dependent and working not only for themselves but also for their families learning or developing a skill like knowing computer’s will just add a cherry on their world. The increasing discrimination will narrow and the economy which consists of the rich and the poor will develop developing the nation as a whole.
“মহিলাদের জীবনে Financial Literacy-এর ভূমিকা”
— অসিত দত্ত
প্রোগ্রাম ম্যানেজার,
আটঘরা জ্যোতি মহিলা উদ্যোগ
এবার আমাদের ই-ম্যাগাজিনের থিম Financial Literacy বাংলা তর্জ্জমা করলে দাঁড়ায় “অর্থনৈতিক শিক্ষা” এই কথা শুনে অনেক মহিলারাই উচ্চস্বরে বলে উঠবেন- “ওঃ,এ আর এমন কি কথা। আমরা সংসার চালাই। আমরা হিসেব জানিনে? স্বামীরা মাইনেটুকু আমাদের হাতে ফেলে দিয়েই খালাস।সত্যিকথা বলতে কি ভাই- ঐ টাকায় সংসার চলে না।প্রতি মাসেই ধারে চালাতে হয়। মেয়েটা দেখো যেন, কলা গাছের বাড়। বারোতেই যেন আঠারো। এদিকে যে ভাড়েতে মা ভবানি। কোথা থেকে যে বিয়ের টাকা জোগার করবো-ভাবলেই হাত পা পেটের ভিতরে সেধিঁয়ে যায়। হাতে সময় থাকে। কিছু কাজ করে বাড়তি রোজগার করতে তো চাই। কিন্ত্ত হাতের কাজ জানিনে। কী করবো, কোথায় যে যাবো, একেবারে অসহায়”।
কে বললো আপনি অসহায়? সহায় হয়ে দিশা দেখানোর জন্যই তো আমাদের ই-ম্যাগাজিন। আমি বলি কী –সর্ব প্রথমে আপনার সংসারের একটা মাসিক বাজেট তৈরী করে ফেলুন। মুদিখানা, কাঁচা বাজার, বিদ্যুতের বিল, ছেলে মেয়ের পড়ার খরচ –সব,সব লিখুন। তার সঙ্গে জুড়ে দিন ভগবান না করুক রোগ-ব্যাধি সামাল দেবার জন্য একটা টাকা। আত্মীয়-স্বজন, সামাজিক অনুষ্ঠানের জন্যও একটা মিনিমাম খরচ হাতে রাখুন।খেয়াল রাখবেন অভাবের সংসারে এখনই আড়ম্বরতাকে স্থান দেবেন না।সুখের দিন আসুক না তখন দেখা যাবে। আমাদের চিফ ফাংশানারী কথায় কথায় একটা খুব দামী কথা বলেন- “সংসার সুখী হয় রমনীর গুণে”। সেই সুখের ঘরের চাবি কাঠিটি কিন্ত্ত মহিলা, আপনাদেরই হাতে।তাই পরিশ্রম করার মানসিকতা আর বুদ্ধি যদি আপনার থাকে তবে আপনার সংসারে সুখ আসতে বাধ্য। এবার সব খরচগুলো যোগ করে ফেলুন।ব্যাস্, বাজেট আপনার তৈরী।মনে রাখবেন, টার্গেট ছাড়া জীবন সংগ্রামে জয়ী হওয়া যায় না।মনে করুন আপনার মাসিক বাজেট হল ১৫০০০ টাকা।আর আপনার স্বামীর রোজগার ১২০০০ টাকার এক পয়সাও বেশী নয়।তাহলে ঘাটতি কত?প্রতিমাসে ৩০০০ টাকা।এবার, মেয়ের বয়স এখন ১২।২১ তে বিয়ে দেবেন।হাতে সময় মাত্র ৯ বছর। প্রতি মাসে ২০০০ টাকা করে জমালে ২০০০ টাকা X ১২মাস X ৯বছর=২,১৬,000 টাকা। যদিমাসিক ২000 টাকার রেকারিং ডিপোজিট করেন কোন পোষ্টাপিস বা ব্যাঙ্কে তাহলে ঐ টাকার অঙ্ক অনেকটাই বৃদ্ধি পাবে যা মেয়ের বিয়ের কাজে আসবে। আমি জানি, ৯ বছর পর মেয়ের বিয়েতে এই টাকা সিন্ধুতে বিন্দু। কিন্ত্ত, আপনার সাধ্যমতো কিছুটা তো এগিয়ে থাকলেন। আর একটা কথা বলি, কষ্ট-মষ্ট যে করেই হোক আরও ২০০০ টাকা করে প্রতিমাসে কোন স্বীকৃত সংস্থায় জীবনবীমা বা অটল পেনশান যোজনায় লগ্নী করুন যা আপনার আখেরে কাজ দেবে। তাহলে, আপনার টার্গেট কী? আপনার ঘাটতি ৩০০০টাকা + মেয়ের বিয়ের জন্য ২000 টাকা + আপনাদের বুড়ো বুড়ির ভবিষ্যতের জন্য ২000 টাকা = মোট ৭000 টাকা রোজগার করা প্রতি মাসে। আপনি তো বললেন সংসারের কাজ করে আপনার হাত সময় থাকে। “সময় চলিয়া যায়/ নদীর স্রোতের প্রায়”। দেরীতে কেন-এখনই যোগাযোগ করুন আপনার পঞ্চায়েত অফিসে, মিউনিসিপ্যালিটিতে, বিডিও অফিসে, এমন অনেক এন জি ও আাছে যেখানে ফ্রি-তে ট্রেনিং দেয় বিভিন্ন ট্রেডে যেমন, টেলারিং, এমব্রয়ডারি, সফটটয়, ফ্যান্সি ব্যাগ, উলের কাজ, পাটের সৌখিন দ্রব্য, ফুড প্রসেসিং-জাম, জেলি, আচার, পাঁপড়, ডালের বড়ি, নাড়ু, কুচো নিমকি তৈরী প্রভৃতি। আপনার পছন্দমত যে কোন একটিতে ভর্ত্তি হয়ে যোগ্যতা বাড়িয়ে নিন। ওরাই আপনাকে মার্কেটিং-এর খুঁটি-নাটি শিখিয়ে দেবেন।শিক্ষান্তে পাবেন সার্টিফিকেট যা আপনাকে কাজ পেতে বা ঋন পেতে সাহায্য করবে।আপনার ভাগ্য আপনার হাতে। লজ্জা,ঘৃণা,ভয়-আপনার সংসারের স্বাচছলতা তিন থাকতে নয়।কারন, আমাদের অনেকেই বূপোর চামচ-সোনার চামচ মুখে নিয়ে জন্মাই নি।জীবন সংগ্রামে জয়ী হবার হাতিয়ারই হল আমাদের লড়াই করার দৃঢ় মানসিকতা। সবশেষে গলা মিলিয়ে একবার বলুন তো, ‘আমরা (মহিলারা) কোমল কিন্ত্ত কমতি নই’।
__“আমরা করবো জয়/ আমরা করবো জয়/ আমরা করবো জয় নিশ্চয়,
ও হো বুকে আছে গভীর প্রত্যয় / আমরা করব জয় নিশ্চয়”।।
———————
(Health) “Care Against CORONA” (Virus/Infection)
করোনাভাইরাস কী?
করোনাভাইরাস কোনও একটি ভাইরাস নয়, বরং একটি ভাইরাস গোষ্ঠী, যার থেকে মানুষের মধ্যে ছড়ায় একাধিক অসুখ, সাধারণ সর্দি থেকে শুরু করে অতি জটিল এবং প্রায়শই প্রাণঘাতী SARS বা MERS পর্যন্ত। এই ভাইরাসের নাম এসেছে তার আকার থেকে, যা কিনা একটি মুকুটের (corona) মতো, যেটিকে কেন্দ্র করে প্রসারিত হয় অসংখ্য বাহু।
কীভাবে ঘটল এই সাম্প্রতিক প্রাদুর্ভাব?
মনে করা হচ্ছে, উহানের অবৈধ বন্যপ্রাণীর বাজার থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস। চিনের স্বাস্থ্য আধিকারিক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO) এখনও তদন্ত চালাচ্ছেন, ঠিক কীভাবে এই ভাইরাসের সংক্রমণ ঘটল, তা নিশ্চিত করতে।
সংক্রমণ মানেই কি মৃত্যু?
এখন অবধি প্রাণ হারিয়েছেন ১০৬ জন আক্রান্ত ব্যক্তি, যদিও আক্রান্ত হয়েছেন ৪,৫০০ জনের বেশি। যেহেতু এই ভাইরাস সমষ্টির এটি একটি নতুন রূপ, সেহেতু এখনও এটির বিরুদ্ধে কোনও নির্দিষ্ট ভ্যাকসিন অথবা প্রতিষেধক টীকা আবিষ্কৃত হয় নি। তবে WHO-এর একটি বিবৃতি অনুযায়ী, “একাধিক উপসর্গেরই চিকিৎসা সম্ভব, অতএব চিকিৎসা হবে আক্রান্তের শারীরিক অবস্থা বিবেচনা করে”।
You have got very well knowlwdge here.
http://mewkid.net/when-is-xaxlop/ – Amoxicillin No Prescription Amoxicillin Online ryb.urky.ajmu.org.in.jvf.im http://mewkid.net/when-is-xaxlop/
Thanks for your suggestion.
Please do keep supporting us.
Great internet site! It looks very professional! Maintain the helpful job!
Thank you so much for your valuable comments.
Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.
Thank you so much for your valuable comments.
Great internet site!