Editorial Board:-
- Chief Functionary: Mrs. Nurani Islam
- Editor: Mr. Biswajit Paul
- Advisor: Mr. Manas Kumar Thakur
- Member- Public Relation: Mr. Parthpratim Ghosh
Editorial Committee:
- Mrs. Ashiya Sheikh
- Mrs. Mehnaaz Parveen
- Mr. Kalyan Ranjan Debnath
Messages from Chief Functionary.....
নমস্কার,
সুপ্রভাত সব্বাইকে আমাদের USHA, E-magazine এর তরফ থেকে।
আমি আন্তরিকভাবে সবাইকে আনন্দজ্ঞাপন করছি।এবং ঈশ্বরের কাছে আমাদের সনির্বন্ধ মিনতি যে ২০২০ সালের বিপর্যয় ও দুর্দশা যে ভাবে আমাদের ক্ষত বিক্ষত করেছে, এর ফলে আমাদের যাযা হ্রাস পেয়েছে, ২০২১ সাল যেন আমাদের কাছে সেই হ্রাস পুরণ স্বরূপ সুফল দান হিসাবে ফিরে আসে।
কথায় বলে যতক্ষ শ্বাস ততক্ষ আশ। বিগত ২৮ বছর ধরে আমাদের পথ চলা।চলার পথটা ততটা মসৃণ ছিলোনা। তবুও আমাদের চলা থেমে থাকেনি। চলার পথে কত মহানুভব মানুষের সাথে মোদের পরিচয়। তাঁদের সহযোগিতা ছাড়া আমরা নিজেদের তুচ্ছ জ্ঞান করি, আজও মনে হয়, এইতো সেদিনের কথা। কিন্তু গুটি গুটি পায়ে আজ আমরা এখানে উপনীত।
মহানুভব, বিঙ্জ্ঞ, জ্ঞানী, বিজ্ঞতাপূর্ন, সুবিচারপূর্ণ মানুষেদের সান্নিধ্যে আসার ফলে আমাদের জ্ঞানের পরিধি ও অনেক বৃদ্ধী পেয়েছে, এ কথা সত্য। তবুও আমরা নিজেদের তুচ্ছ মনে করি, আমাদের সংস্থা যেন একটি জ্ঞানি গুনীর চাঁদের হাট। আমাদের Mentor, Mr. Manas Kumar Thakur, Mr. Parthapratim Ghosh, Dr. P. S Gupta মহাশয়। তঁদের ছত্র ছায়ায় আমাদের পথ চলা। এ কথা অস্বীকার করা যাবে না যে কিছু মানুষ জন ২৮ বছর ধরে আমাদের সঙ্গে সুখে-দুঃখে আজও বিরাজমান । এমনও ব্যক্তিত্ব আছেন যে, যারা অন্তরাল থেকে আমাদের নিরলস সাহায্য করে চলেছেন।
বর্তমানে, ঊষা ই-বুলেটিন আমাদের জন-সংযোগ আরো বাড়িয়ে তুলেছে, তাই আমাদের, ঊষা ই-বুলেটিন এর লেখক ও পাঠকদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আপনারা নিজ নিজ জায়গায় আপনাদের ভুমিকা পালন করে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের এবারে লেখার বিষয় Water Crisis. ঊষা ই-বুলেটিন এর লেখকদের উদ্দেশ্যে আমি বলবো যে, আপনারা সমাজের কত বড় উপকার করছেন আপনাদের লেখনীর মাধ্যমে তা আপনাদের কল্পনার অতীত।
এবারের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আসন্ন জল শঙ্কট। আমরা যদি এখন সচেতন না হই, তবে আমাদের উত্তরসূরিদের দূর্ভোগের শেষ থাকবে না, তাই আমাদের এই, ঊষা ই-বুলেটিন মানুষকে সচেতন করার এক মাধ্যম। ধন্যবাদ সবাইকে, আমার অনুরোধ থাকল সকলের কাছে এইভাবে আমাদের মনোবল বাড়াবেন।
ধন্যবাদ,
নুরানি ইসলাম,
চিফ ফাংশানারী এ্যান্ড ফাউন্ডার, আটঘরা জ্যোতি মহিলা উদ্যোগ
From the Desk of the Editor.....
জলসম্পদ
Biswajit Paul
Retired from M/s Heatly and Gresham India Ltd as General Manager Sales (Mechanical)
জল আমাদের অতি প্রয়োজনীয় সম্পদ। জল ব্যতীত জীবজগতের অস্তিত্ব কল্পনাই করা যায় না। অনান্য প্রাকৃতিক সম্পদের মত জল সম্পদের বিশেষ গুরুত্ব আছে। এই অপরিহার্য প্রাকৃতিক সম্পদের ভান্ডারও একদিন কম ছিল না। জনসংখ্যা বৃদ্ধি ও জীবনযাত্রার মানের পরিবর্তনের সঙ্গে জল সংকট ক্রমশ তীব্র আকার ধারন করেছে। বিশ শতক ছিল তেলের জন্য দখলদারি ও যুদ্ধের। একবিংশ শতাব্দী হবে জলের জন্য দখলদারি ও যুদ্ধের।
কত জল আছে পৃথিবীতে?
আমাদের সৌরমন্ডলে একমাত্র পৃথিবী নামক গ্রহে জলের অস্তিত্ব আছে। ভাবতে আশ্চর্য লাগে, যে পৃথিবীর তিনভাগ জায়গা জুড়ে রয়েছে সাগর ও মহাসাগরের এলাকা, মাত্র একভাগ হল স্থল, সেই পৃথিবীতে পরী জলের সংকট দেখা দেয় কিভাবে? এই বিশাল জলরাশির ৯৭.৭ ভা জল লবনাক্ত যা মানুষের অব্যবহার যোগ্য। মাত্র ২.৩ শতাংশ জল মিষ্টি যে শতকরা ২.৩ শতাংশ হল মিঠে জল, তার দুই-তৃতীয়াংশ জমাট বেধে আছে উত্তর ও দক্ষিন মেরু মহাদেশের বরফের স্তুপ ও হিমশৈলে মধ্যে। মাত্র এক-তৃতীয়াংশ জল, যা রয়েছে ভূ-পৃষ্ঠে নদী-নালা, হ্রদ এ ভূগর্ভে সঞ্চিত, তাই দিয়ে আমরা আমাদের পানীয় জলের প্রয়োজন কৃষি ও শিল্পের চাহিদাকে মেটাচ্ছি।
জলের কোন বিকল্প আছে?
খনিজ তেলের বিকল্প আছে। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা এ ব্যাপারে অনেকদূর অগ্রসরও হয়েছেন। প্রচলিত শক্তির বিকল্প হিসাবে আমরা অপ্রচলিত শক্তির ব্যবহার করছি। আমাদের শরীরের শতকরা সত্তর ভাগ উপাদানই হন জল এই জলের শতকরা একভাগস্থাটতি হলেই আমরা তৃষ্ণার্ত বোধ করি। শরীরের জলের পরিমান শতকরা বার ভাগ ঘাটতি হলে মৃত্যুর পরিস্থিতি সৃষ্টি হয়। সুতরাং জল ছাড়া কেউ বাঁচে না। জলের কোন বিকল্প নেই।
জল পাই কোথায় বলতে পারেন!
বছর বছর জনসংখ্যার বৃদ্ধি, শিল্পের প্রসার, নিবিড় কৃষির প্রচলনে জলের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।আবার নগরায়নের ফলে জীবনযাত্রার মানের পরিবর্তনে জলের চাহিদা বাড়ছে। এরই পাশাপাশি আছে জল সম্পদের ব্যবহারের মারাত্মক বৈষম্য। একজন গ্রামীন মানুষ দৈনিক যে পরিমান জল বাবহার করে শহরের মানুষ তার চেয়ে অনেক বেশী ব্যবহার করে। আবার ইউরোপ ও উত্তর আমেরিকার উন্নত শহরগুলিতে এশিয়া ও আফ্রিকার শহরগুলির তুলনায় প্রায় দশগুন বেশি জল ব্যবহার করে। পৃথিবীর মোট জনসংখ্যার ২০ শতাংশ মানুষ তার প্রয়োজনমত জল পায় না এবং দুই-তৃতীয়াংশ মানুষকেই প্রতিদিন তাদের বাড়ির বাইরে গিয়ে অনেক সময়ে দূর-দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে হয়।
ভূগর্ভস্থ জল ব্যবহার আজ বিলাসিতা
জল মূলত তিন ধরনের কাজে লাগে—কৃষিকার্যে, শিল্পে এবং দৈনন্দিন কাজে। ব্যবহারযোগ্য জলের শতকরা ৮০ ভাগ ব্যবহৃত হয় কষিক্ষেত্রে। জনসংখ্যার বৃদ্ধির কারণে মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হলে খাদ্যশস্যের উৎপাদন দ্বিগুন করতে হবে। সেজন্য ভূগর্ভস্থ জলের সিংহভাগ হচ্ছে ভুজল। পৃথিবীর মোট জনসংখ্যার সিংহভাগ পানীয় জলের জন্য মূলত ভূগর্ভে সঞ্চিত জলের উপর নির্ভরশীল। জলের সমস্য ক্রমশ বাড়ছে। তাই ক্ষেত ভাসানো। সেচ আর বোধ হয় সম্ভব হবে না। বৃষ্টির জলে ক্ষেত নিজে থেকে ভেসে গেলে খারিফ শস্য নিশ্চয় চাষ করা যাবে, কিন্তু যেখানে কম বৃদ্টি হয় বা যেখানে বৃষ্টির জল দাঁড়ায় না সেখানে ধান চাষ কৃষকের সর্বনাশ করবে। একে জলের পরিমান কমছে, দ্বিতীয়ত বিদ্যুতের ও ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে রবি শস্যে ভূগর্ভস্থ জল ব্যবহার আজ বিলাসিতা মাত্র।
জলপান না বিষপান
ভূ-পৃষ্ঠের উপর সঞ্চিত জলের পরিমান কমে যাওয়া, দূষণের কারণে অধিকাংশ জলাভূমি ও জলাশয়ের জল ব্যবহারের অযােগ্য হওয়ায় ভূগর্ভে সঞ্চিত জলের উত্তোলন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পরিমানগত সংকটের পাশাপাশি চরম দূষণের শিকার হচ্ছে এই স্বাদ জলের আধারগুলি। অবৈজ্ঞানিক উপায়ে ভূ-গর্ভস্থ জল উত্তোলনের ফলে দুর্ভস্থ জলের তল আনেক জায়গায় নেমে যাচ্ছে বা কোথাও কোথাও শুকিয়ে যাচ্ছে। আবার রাসায়নিক পরিবর্তনও দেখা দিচ্ছে। জলে অত্যাধিক পরিমান ফ্লোরাইড, আর্সেনিক, আয়রণ ও ক্লোরাইড (লবনাক্ততা) থাকায় সেই জল ব্যবহারের অযোগ্য হয়েছে।
জল পাওয়ার কি অধিকার নেই আমার?
বিশুদ্ধ জল পাওয়া হচ্ছে মানুষের জন্মগত অধিকার। বর্তমান এই সামাজিক অপরিহার্য বস্তু অর্থনৈতিক পন্যে রূপান্তরিত হয়েছে। সীমাহীন ভোগবিলাসের ফলে প্রয়োজন ঘটাচ্ছে বাড়তি জলের। আয় বৃদ্ধির ফলে একদিকে যেমন দ্রুত পাল্টাচ্ছেমানুষের খাদ্যাভাস, অন্যদিকে সুস্বাদু খাবারের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডা পানীয় পান করার প্রবনতা। ১৯৯০ সালের পর থেকে শুরু হয় জল নিয়ে ব্যবসা। প্রচারের মাধ্যমে বােতলজাত পানীয় জলের ব্যবহার দ্রুত বেড়ে চলেছে। কোক, পেপসির মত অপ্রয়োজনীয় ঠান্ডা পানীয়ের জন্য প্রতিদিন লক্ষ লক্ষ লিটার জল ভূ গর্ভস্থ আধার থেকে তোলা হচ্ছে। জলের এই ব্যবসার স্বার্থে বহুজাতিক কোম্পানিগুলি হাজার হাজার একর জমি কিনে নিচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশের মত ভারতবর্ষের নদী-নালা সহ বিভিন্ন জল সম্পদ বেসরকারী হাতে তুলে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ বেসরকারীকরণ হয়ে গেলে জল উৎপাদন, জল সরবরাহের জন্য জলের যে মূল্য নির্ধারণ হবে তাতে আমার দেশের অধিকাংশ মানুষ জল পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হবে।
জল সংরক্ষন এবং নিরাপদ জল ব্যবহারের ক্ষেত্রে মানুষের সচেতন একান্ত জরুরী। বর্তমানে বৃষ্টির জল সংরক্ষন, ব্যবহার এবং ভূগ পুন: স্থাপন বিষয়ে মানুষের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়ােজনীয়। জল অপচয় একটি কঠিন সমস্যা। মানুষের সচেতনা ছাড়া জল অপচয় করা সম্ভব নয়। বিভিন্ন গণসংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থা, পঞ্চায়েত এ ঈল কলেজের ছাত্র-ছাত্রীদের এই কাজে অগ্রণী ভূমিকা নিতে হবে।
Advisor’s Column.....
Our Journey.....
ATGHARA JYOTI MOHILA UDYOG (AJMU)
ATGHARA JYOTI MOHILA UDYOG (AJMU)
ESTD. : 1992. W.B.Govt. Regd. No. S/1L/34684.
H.O. : ATGHARA, PURBAPARA, P.O.:R-GOPALPUR, NORTH 24 PGS. KOLKATA-700136.
PHONE : 033-25196396,Mob:8017111026
E.MAIL : info@ajmu.org.in WEBSITE : www.ajmu.org.in
DEATILS OF AJMU ACTIVITIES
Atghara Jyoti Mohila Udyog (AJMU) led by women NGO under society act. It is run to ameliorate are the socio economic status of the underprivileged women and their words. However the organization started its operation since 7th March 1992 under the active leadership of Smt. Nurani Islam who after prolonged struggle against poverty and social barriers, established this organization from the burgeoning state to the position for the betterment and welfare of the downtrodden women of the community. The organization has brought about the proliferation of its activities as mentioned here under :
- SELF HELP GROUP :
With a view to eradicating poverty and promoting the socio-economic status of the underprivileged women,financial assistance through forming selp helf groups ajmu has taken a boldly step. On 15th February, 2001 it started with two SHGs known as Suryamukhi & Gandharaj. The proliferation of the activities is given below in the field of SHG justifies the massive contribution of Smt. Nurani Islam in building up this organization (as per the statistics of 26th July’ 2019)
Number of SHGs: 1324
Number of SHG Members: 16,000+
This organization is one of the selected NGOs by NABARD as NGO as SHPI-Sanction of grant assistance for promotion and linkage of 200 SHGs (Ref. No. NB (WB). mCID/5188/B-2(218 ) AJMU-1/2016-17, dated 01 March 2017.
- 2. CAPACITY BUILD UP :
Smt. Nurani Islam humble begning as a tailoring instructor gradually has not only settled her but also helped her to reap profit by bagging tailoring orders/assignments from different agencies like Khadi Village Industry Corporation (KVIC), local schools for uniform and other significant merchandise. At present 10 tailoring centers are functioning with 80 trainees. Being impressed with the activities of this organization NABARD (National Bank For Agriculture & Rural Development) came forward to sponsord the training projects twicely on tailoring trade (Basic) and skill development initiative SDI (Tailoring Advanced). The renowed organization SIDBI also sponsorded the training project on tailoring trade (Basic). The organization has been empanelled for imparting skill development training programmes to the Self Help Group Members as well as Unemployed Youth of the State to be organized by WBSCL(West Bengal Swarojgar Corporation Limited). Government of West Bengal, Office of the Block Development Officer, Rajarhat Development Block, Rajarhat, North 24 Parganas has selected also as a Master Trainer for Training of Tailoring. MSME DEVELOPMENT INSTITUTE, GOVT. OF INDIA MINISTRY OF MSME has appointed this organization to conduct two numbers of Entrepreneurship and skill development progrommes (ESDP) on cutting and tailoring (REF.No.DI/KOL/IOC/Haldia/PD/2018-19 dated 24.o7.2019). More than 5000 trainees have successfully completed their courses and are engaged in various income generating ventures. AJMU has introduced its own production house were round the clock processing arrangements for manufacturimg various garments are carried out. AJMU has opened two ware houses at Atghara,Purbapara and Raigachi Sesh more, where the products of the SHG’s are being sold. Products were also sent out side state for sale such as Gaganendra Pradarshani, Milan Mela at Netaji Indoor Stadium, Vidyasagar Mela at Salt Lake, Netaji Sanga Shyama Puja Prangan, Vastsalya Mela at New Delhi etc.It is pleasure to express that AJMU has started on line marketing through RMK,DELHI, ( http://mahilaehaat-rmk.gov.in ) sponsord by-Ministry of Women & Child Development,Govt. Of India.
- EDUCATION :
Though Smt. Islam’s level of education was not very high yet she had a great urge for education. She knew that people of Rajarhat belt are the victims of extreme poverty. Resultantly they used their children as earning machineries. Education was a nightmare to them. Under the circumstances, she tried to spread education among the underprivileged children.On.1st Sept. 2006 she founded Atghara Jyoti Public School for formal and informal education.
Presently 150 students are taking education here. The school is awarded with special certificate of honor “School That Cares” by The Telegraph news paper for consecutive four years i.e. 2008, 2009, 2010 and 2011.The school is at present in defunct state.
- HEALTH SERVICES :
Although the prime aims of the organization is to improve socio-economic status of the poor women but our effort cannot evoke better result if proper health care services are not provided to these women. Accordingly AJMU organizes various health care camps e.g., Heart Check Up Camps, Eye Check Up Camps, Thalassemia Prevention Awareness Camp, Awareness and Ovary Cancer Detection Camp etc., from where, apart from providing services of renowned doctors, free medicines are also supplied. Besides, free blood donor cards are also distributed to these women at their dire necessity. But AJMU never thinks that its journey halts here, so arrangements are in hand to introduce health care units at various villages and bring these underprivileged women in to the life insurance fold i.e., never allowing the destiny to look with glare.
—–x—–
জলের আর এক নাম জীবন
নাম টি আমার পানি
আমি সবই জানি।
তোমরা সবাই করছো যে ভুল
এটা আমি মানি।
আমার নাগাল পাবেনা,
আর কটা দিন পরে।
এখনো যদি সদুর না হও,
দূর্ভাগ্য আছে কপালে,
জৈষ্ঠ্যের ঐ প্রখর রোদে
জলের কিমত বোঝাই তোদের।
বন্যা এলে ভাবিস বসে,
জলের অভাব হবে মোদের?
জলে জলে ছড়া ছড়ি,
কানায় কানায় ভরা ভরি,
এই সব ঐ যাদুর মতন,
উধাও হয়ে যাবে তখন।
বুঝবে সবাই একি হলো!
এখনো তো সময় আছে
নামতে মোরে দিওনা নীচে।
বুঝতে আমি পারছি যেটা ।
বুঝবে তোমরা কবে সেটা।
নামটি আমার পানি।
বর্ণ গন্ধ হীণ কিন্তু
আমি অনেক দামি।
অনেক নামে চেনে আমায়
জল, সলিল, নীর, অম্বু, বারি।
তোদের সাথে অবিচার
করতে আমি পারি।
জীবনে তোদের ৭০ ভাগ।
বিরাজ করি আমি।
টিউবের জল গড়িয়ে পরে।
বে-কাজে জল খরচ করে।
মনের দুঃখে যাচ্ছি নেমে।
পাতাল থেকে অনেক দূরে।
নাগাল তোরা পাবিনা আর,
দেরি যদি করিস এবার।
জল অপচয় বন্ধ করো।
দিকে দিকে আওয়াজ তোলো।
জলের আর এক নাম জীবন।
এই শ্লোগান প্রচার করো।
ধন্যবাদ,
নুরানি ইসলাম
চিফ ফাংশানারী এ্যান্ড ফাউন্ডার, আটঘরা জ্যোতি মহিলা উদ্যোগ
Water Crisis
Madhumita Das
BA (Hons)
Administrative Officer
Kolkata Cost & Management Society
“When the well’s dry, we know the worth of water.”
- Importance of Water
Water is an essential nutrient and plays a key role in the human body. We can survive up to several weeks without food, but only a few days without water. Every system in the body, from cells and tissues, to vital organs requires water to function.
Did you know that: Water makes up on average 60% of an adult’s body weight, from 31 % in bones to 83% in lungs
- Types of Water Resources
Around 71 percent of the earth’s surface is covered in water. This massive quantity of water is hard to visualize: the total water resources of the earth equal roughly 326 million cubic miles, with each cubic mile equal to around 1 trillion gallons of water. To imagine just one trillion gallons of water, try to picture 40 million swimming pools, or 24 billion baths. Now, multiply those numbers by 326 million!
Of all of this water, only about 2.5 percent is freshwater: the other 97.5 percent is saltwater. Almost 69 percent of freshwater resources are tied up in glaciers and ice caps, about 30 percent is groundwater, and a mere 0.27 percent is surface water. While all kinds of water resources are important for the survival of the planet, accessible freshwater is especially important for humans.
- Saltwater Resources
- Groundwater Resources
- Surface Water Resources
- WATER – INDIA FACTS
India is facing a fresh water crisis. India has just 4% of the world’s fresh water — but 16% of the global population.
76 million are without access to safe drinking water
21% of country’s diseases are water related
Over 329, 000 children under five die due to diarrhoea in India in 2015
Across India as a whole, it is estimated that women spend 150 million work days every year fetching and carrying, equivalent to a national loss of income of INR 10 billion/ 160 million USD.
The total potential area to be brought under the micro irrigation (drip and sprinkler) in India is 42.2 million hectare of land, however only 3.9 million hectare of land or 9.2% of the potential is currently under micro irrigation.
A large part of the water withdrawals are happening for agriculture. Therefore, greater discussions and interventions also need to be made in the agricultural sector. In fact agricultural productivity is a fundamental part of the solution. Lets understand this by taking the example of India. Agricultural water productivity measures towards closing the water gap.
Total volume of rooftop rainwater to be harvested is 72.40 lakh litres i.e. From the local survey/the agencies working for doing borewells, it is observed that there are prominent sand layers (confined aquifer) in the 39.6 to 146.3 meter zone.
- India’s water crisis:
More than 50% of the population has no access to safe drinking water and about 200,000 people die every year for lack of access to safe water.
India is currently facing the biggest crisis in its history. And no, it’s not COVID-19. India is suffering from one of the world’s worst national water crises. In fact, it is considered the center of the global water and sanitation crisis. The problem is so big, our lives, livelihoods, and futures hang in the balance. And no, it’s not a problem that can be easily resolved by water pumps, a purifier, and retail bottled water.
More than 50% of the population has no access to safe drinking water and about 200,000 people die every year for lack of access to safe water. Hard facts that 20 ltr water cans can’t solve.
The current coronavirus pandemic isn’t making this national problem easier to handle either. About 82% of rural households are without piped water supply. Washing of hands isn’t a luxury million of us can afford, nor is keeping ourselves hydrated.
- How bad is India’s water crisis
You may not know it, or feel it yet, but every aspect of our society and economy is impacted by this worsening situation. In fact, the National Institution for Transforming India (NITI Aayog) described it as “the worst water crisis” in India’s history.
The 2018 Composite Water Management Index (CWMI) noted that 6% of economic GDP will be lost by 2050, while water demand will exceed the available supply by 2030.
Food supply is also at risk as areas for wheat cultivation and rice cultivation face extreme water scarcity.
A health risk bigger than you know
Over 75% of households do not have clean drinking water, while 40% of the population will have no access to drinking water by 2030.
UNICEF data said the estimated economic burden of waterborne diseases is approximately US$600 million as chemicals contaminate the water in 1.96 million homes.
In urban areas, 50 million people in 15 cities have no access to safe, affordable water. We at Bengaluru are having it worse with water only available for three hours, three days of the week, skyrocketing water prices.
- What’s next for India?
The government is not sleeping on this and has been developing ways to address this growing crisis. Over the past years, it has worked on groundwater recharging projects, micro-irrigation, and legislative changes to promote better water management.
Prime Minister Narendra Modi has also announced a plan to provide piped potable water to every rural household by 2024. In the past year, the Jal Jeevan Mission has served 20 million families with clean water.
Rigorous awareness camp should require Pan India basis for “ How water should be used for various
Phases effectively and cautiously”. Coming 5 years we should use CSR money for water preservation and economic water utilization.
“The Country will be water stressed by 2025 and water scare by 2050”
Water Scarcity
The largest source of nature on the universe is water. It is available on the surface of the earth through rivers, lakes, springs, sea, etc. it is available beneath the earth surface and obtained by extraction from wells, tube wells, etc. Other sources of water are rains, melting of snow, etc.
At the same time, the use of water is varied in many ways. It is quite difficult to enumerate various ways in which water is used and how important it is for the universe to tap this source. The most important use of water for living beings is for drinking, bathing, cooking, washing, etc. Like its varied uses, the quality and type of water is of many types. One quality of water cannot be fit for its different types of applications. There is plenty of sea water around many parts of the world. Due to the fact that it is hard and saline water, it cannot be used for direct utility of mankind.
Although the nature has provided plenty of water resource, it is not equitably distributed. The availability of the desired quality of water varies between places, regions, countries, continents, etc. Research and advancement on improving the desired quality of water have been done in some countries. Some countries have achieved success in converting sea water into drinking water. Of late, India has also installed plants in Rann of Kutch of Gujarat State to convert sea water into safe drinking water. This has facilitated access to safe water for residents of that area and thus spared of the great hardship faced in that region. This step is likely to improve the density of habitable population as it is one of the important source for living. Similarly, treatment plants have been installed for purification of drain water in big towns and cities to improve the availability of quality water.
Undoubtedly, the water is one of the most invaluable necessity for survival of the humanity. It cannot be substituted and its free availability has to be reckoned with as an important and indispensable essentiality cannot be overlooked.
-A Well Wisher of AJMU
Highlights of This Month (January).......
- 1 January: Global Family Day
- 6 January: World Day of War Orphans
- 8 January: African National Congress Foundation Day
- 9 January: NRI (Non-Resident Indian) Day or Pravasi Bharatiya Divas
- 11 January: Death anniversary of Lal Bahadur Shastri
- 12 January: National Youth Day
- 15 January: Indian Army Day
- 23 January: Netaji Subhas Chandra Bose Jayanti
- 24 January: National Girl Child Day
- 25 January: National Voters Day, National Tourism Day
- 26 January: Republic Day, International Customs Day
- 28 January: Birth Anniversary of Lala Lajpat Rai
- 30 January: Martyrs Day or Shaheed Diwas
- 31 January: World Leprosy Eradication Day (Last Sunday of January)
Saga of Our Unsung Heroes....
Upcoming Issue & Theme based Article
- February2021- Rural Health Services
- March 2021- Solar Power- The Scope in Rural
Office Activities
Report of the Awareness Program:
On the date of 19th December 2020, we have organized an Awareness Program about “Nurturing of New Born Baby & Mothers w.r.t Covid-19”. We initiated to honor those SHG members who became mother during the pandemic Covid-19 period (i.e. 24th March 2020 to 30th November 2020) and campaigned among of our 16000 SGH members regarding the importance of Health and Hygiene, Food and Nutrition, Lifestyle & Dress Code during the cycle of motherhood. Hence we organize to facilitate 30 number of SHG mothers, at our head office where many guests & office bearers are present. Theses women were honored with some Healthy Nutrition Kit (under the recommendation of W.H.O) and they also got some advices from our dignitaries which will be beneficial for them to lead their lives in a healthy manner. The program was inaugurated by Mr. Manas Kumar Thakur (Ex President of Institute of Cost Accountant of India & Sr. partner of Thakur & Co. Cost Accountant Firm). Along with him there was few more dignitaries, such as Mrs. Nurani Islam (Founder of Atghara Jyoti Mohila Udyog), one of our mentors Mr. Parthapratim Ghosh (Vice President of M/S Orion Pest Solution Pvt. Ltd. Ex. Deputy Director with confederation of Indian Industry), Ms. Sanjana Sengupta (Nutritionist), one of our well-wishers Mr. MOTIAR Rahaman Mondal (Real-Estate Businessman), Mr. Angshuman Bhattacharya (CAIIB; FCMA, Consultant Resource Person- Securities and Exchange Board of India- National Centre for Financial Education). There were many more person including our Body Committee Members, Our Office Staffs, some other guests and some Media Persons. There was the representatives of a very popular bengali daily news papers such as “Bartaman”, “Sukhabar”, “Khaskhabar” . We are grateful to praise them that they have published the same on 20th December 2020 (Kolkata Edition), on 21st December 2020 & on 22nd December 2020 respectively.
The cutting of the above mentioned newspapers are given below-
Newspaper Cuttings
Few More Clicks......
Announcement!!!!!!!!!!!!!!
Virtual Seminar:-
AJMU is going to organize a Virtual Seminar, on the topic “Impacts of SHG in Rural Economy”, in association with Kolkata Cost Management Society (KCMS), on 31st January 2021.
The details of the program is given below:
Writing Competition:-
Here is a special announcement for all the Readers & Writers……
There will be a Writing Competition on the topic of “Impacts of SHG in Rural Economy” . The competition will take place in the month of April 2021.
All of you are requested to participate in the competition.
Interested candidates may contact with us with the following mode of communication.
Contact us- 7003672737
Mail us- csr@ajmu.org.in
All the activities of AJMU are very good..